সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা দিল টাঙ্গাইল প্রেস ক্লাব 

টাঙ্গাইল প্রতিনিধি 

পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা দিল টাঙ্গাইল প্রেস ক্লাব 

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেস ক্লাব। গত শনিবার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে  এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, টাঙ্গাইল শহর আ.লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা।  

টিএইচ